Site icon আলাপী মন

আগুন

আগুন
-মোঃ নুরুজ্জামান

 

একী হলো শুরু মরণ,
লাগছে আগুন সবার চরণ।
গর্জে ওঠে কান্না খানি,
আয়রে বুকে সোনামণি।

নয়ন বয়ে জল বয়ে যায়,
মরব নাকী, বাঁচবো হায়।
আয় রে তোরা ছুটে আয়,
পুড়ে মরে তোর ভাই।

কে বুঝে ভাই ভাইকী,
তুলে সবাই সেলফী।
মরি আমি পুড়ে ছাই,
এগিয়ে আসো দেশের ভাই।

নয়রে কোন তামাশা,
আগুন লাগছে চরিহাট্টা।
মরি আমি পুড়ে পুড়ে,
নিভাও আগুন যাবো দূরে।

লাগে আগুন চরিহাট্টা,
এ নিয়ে করে ঠাট্টা।
মরুক মানুষ বীরে তীরে,
হবে না ওদের কীছুরে।

লাগলে আগুন বনানীতে,
বাঁচতে চাই ভাই লাফ দিয়ে।
পুরছে ভবন বাইশ তলা,
কেউ পরে ভাই গলায় মালা।

এতো আগুন কেন জ্বলে,
পাপের তোপে যাচ্ছি তলে।
হে আল্লাহ বাঁচাও মোরে,
আগুন নাহি আর জ্বলে।

পাপের মোচন করো যদি,
ধ্বংস করে দাও সবি,
বাঁচতে চাইনা আর আমি,
দেখতে চাইনা পোড়া মনি।

তোমার ইবাদত ভুলে
যাচ্ছি মোরা রসাতলো।

Exit mobile version