ধর্মযুদ্ধ
-বিভূতি ভূষন বিশ্বাস
উগ্র ধর্মের গোঁড়ামির অবস্থান,
আদিম সভ্যতার হবে পুনরুত্থান ।
পৃথিবী ব্যপী পড়বে তার প্রভাব,
দেখা দেবে মানবতার অভাব ।
সকলেই ধর্মযুদ্ধে হবে লিপ্ত,
ধর্মান্ধতাই বিফলতায় হবে ক্ষিপ্ত ।
বাস্তববাদী ধর্মই হবে প্রতিষ্ঠিত,
শ্রেষ্ঠত্বের বিচারে হবে উন্নীত ।
মহাজাগতিক খোঁজে বড় সফলতা,
শক্তির নতুন উৎসে ভরপুরতা ।
আর্থিক সমীকরণ যাবে পাল্টে,
পুরাতন নিয়ম কানুন যাবে উল্টে ।
হাজার শতাব্দী কাটবে নির্বিঘ্নে,
মানবতার সুর বাজবে প্রতি কণ্ঠে ।