কবিতা- মৃত্যু পথযাত্রী

মৃত্যু পথযাত্রী
-শংকর হালদার

নীতিহীন গতিতে ছুটে চলেছি আমরা
পালা অনুযায়ী প্রতিযোগির বেশে
সচল স্রোতের মতো…
কখনো সখনো বাঁক ঘুরি গভীর আশ্বাসে
পথ প্রান্তে দৃঢ় রেখা টেনে…

আঁচড় কেটে ভূমিতে অঙ্কুরিত জীব
দখল করে ইতিহাসের পাতা
প্রকৃতির কোনায় কোনায় জন্ম দেয়
একরাশ জোছনা
উম্মোচন ঘটে নব দিগন্তের।

কালের চুম্বকে আড়ষ্ট হয় কক্ষপথ-
থমকে যায় ইতিহাস,
বিরতি চায় লেখনি, বিরতি চায় সৃষ্টির গতি
বিরতি চায় শিরা উপশিরা,
রুদ্ধ হয় কালের কপাট চিরতরে
শিয়রে দাঁড়িয়ে থাকে বেহারা
দোলনার প্রতীক্ষায় আমরা
মৃত্যুপথযাত্রী…

Loading

Leave A Comment