অভিলাষ
-তপন কুমার মাজি
নিরুদ্দিষ্ট আকাশ হতে উড়ে এসে পাখিটা যখন বসে
হৃদয়ের ডালে,
সেই পল্লবিত পিঞ্জরে তখন সে খুঁজে পায় নিদেনপক্ষে
একটি চিরস্থায়ী ঠিকানা।
হয়তো দমকা হাওয়ায় উড়ে যেতে পারে সেই
শান্তির নীড়
ডাল মচকে ভেঙে পড়তে পারে আগামীর স্বপ্ন,
নিভে যেতে পারে আশার আলো-
তথাপি মন চাইলেও আকাশমুখো হতে পারে কী আর বন্দিনী,
ভাল্লাগে কী ছন্নছাড়া জীবন ?
ওড়া অপেক্ষা বাসা বাঁধার প্রয়োজনটাই তখন
বেশি করে টোকা মারতে থাকে স্বপ্নের দরজায়,
সবুজ মন অরণ্যের গহীনে বিলিয়ে দিয়ে খুঁজে নিতে চায়
জীবনের মানে !
প্রত্যাশার ঝুলিতে প্রার্থিত অভিলাষরূপে স্থিতি লাভ করে–
অবাধ স্বাধীনতার বদলে সৃষ্টিশীলতার অনিঃশেষ
প্রেষণা,
দিশাহীন উচ্ছৃঙ্খল উড়ানের চাইতে আনন্দঘন
প্রসব যন্ত্রণা !