কবিতা- ছুটি

ছুটি
-অমরেশ কুমার

 

মাগো ! আমার ছুটি হলো দাওগো বিদায়
তবে আমি যাই ।
যাবার কালে ডাকবো মা, মা বলে
সাড়া যেন পাই ।।

মোর মুখপানে চেয়ে ছলছল নয়নে
বাড়িও দুহাত খানি
চুমু এঁকে দিও বুকে টেনে নিও
মোর দেহ খানি ।।

মাগো ! প্রণাম নিও এবার আমি যাই
হয়েছে আমার ছুটি
বেলা যে বয়ে যায় দিন শেষ প্রায়
যেতে হবে গুটি গুটি ।।

স্বপ্ন মাঝে আসবো ফিরে তোমারই শুন্য হৃদয় নীড়ে
ছেড়োনা মা , তখন আমায়
স্বপ্ন ভাঙার সাথে সাথে হারিয়ে যাবো গভীর রাতে
ভুলবো না মা আমি তোমায়।।

হঠাৎ রাতে উঠবে জেগে খুঁজবে আমায় আঁচল তুলে
ডাকবে তখন খোকা বলে
হাসবো আমি খিল খিলিয়ে।

তুমি, দেখবে চেয়ে অবাক হয়ে
পাবে না সাড়া আমার কাছে
তবু আমি আছি তোমারই পাছে
আদর করে বলবে, আয় খোকা আয় আমার বুকে
ঘুমো তুই মনের সুখে ।।

Loading

Leave A Comment