Site icon আলাপী মন

কবিতা- ভালোবাসা চিরন্তন

ভালোবাসা চিরন্তন
-সঞ্চিতা রায়

 

ভালবাসার কি সত্যি কোন দিবস থাকে?
আমি তো প্রতিদিনই ভালবাসি আর ভালবাসা চাই।
কবিগুরুর বলেছেন,
‘আমি নিশিদিন তোমায় ভালবাসি, তুমি অবসরমত বাসিও ‘।
তাঁর সাথে সুর মিলিয়ে বলি,
আমার অন্তহীন ভালবাসাকে পারব না কোন নিয়মের বাঁধনে বাঁধতে।
প্রতিদিন প্রতিপল বাসব তোমায় ভাল।
হয়তো বা বিশেষ দিনে তুমি দেবে একগুচ্ছ গোলাপ আর মিষ্টি কিছু উপহার,যেমন টি দিতে বিদ্যালয় বেলার সেই সরস্বতী পুজোর দিনে।
আমি কিন্তু নিত্য তোমাকে দিয়ে চলেছি আমার হৃদঅলিন্দের ভালবাসার রক্তগোলাপ।
এবার বল তো চাও কি তুমি ভালবাসার উৎসবমুখর শুধু একটি দিন, নাকি আমার ভালবাসা পূর্ণ জীবনের প্রতিটা দিন?

Exit mobile version