Site icon আলাপী মন

কবিতা-বড্ড দায়!

বড্ড দায়!
-মৌসুমী সাহা মহালানাবীশ

 

ভালো থাকাটা জরুরী, বড্ড দায়।বেঁচে থাকার ছল।

জীবনের কাছে ঋণী মরণ আছে বলে। পার্থক্যটা এপার ওপার।

জীবনের সখ, আহ্লাদ একটা বলিদান।

অন্ধকার কূপ, হারিয়ে যাওয়ার প্রবল ঝড় চলে ভেতরে।

হার মানি প্রতিটা দিন। রাতের পর রাত চোরাবালির স্বপ্ন বুনে ভোরে প্রাণ প্রতিষ্ঠা করা যেন বড় দায়।

থিতিয়ে যাওয়া বিষয়ে আবার ঘুলিয়ে দেওয়ার কি খুব প্রয়োজন?

“একাকীত্বের আর্তনাদ” শুনেছ কখনো? চিৎকার শুনেছ আহত স্মৃতির ? না শুনে থাকলে আর শুনতেও চেও না।

অগুনতি লাশের গন্ধে বাঁচতে চেও না।
প্রতিটা বাঁচায় আমি নিরুপায়।
লাশগুলো যে বইতে’ই হবে। অবাধ্য হতে পারবো না! পারবো না জেনো—

Exit mobile version