Site icon আলাপী মন

কবিতা- ” ভুল “

” ভুল “
-রানা চ্যাটার্জী

 

“ভুল”ই জীবন “ভুল”ই মরণ
ভুলেই  জীবন ভরা
এই ভুলই শুধরে শেখায়
সঠিক জীবন গড়া ।

ভুল হলে তাই চুপসে থাকা
খানিকটা মন মরা,
ভুল কিন্তু প্রবেশ দ্বার,
একটা ধাপ, জীবনের খরা ।

ভুল করেছো? ভয়টা কিসের!
থাকুক চোখ পাকিয়ে,
ভুলই দেবে শুধরে দেখো
উঠছো বুঝি হাঁফিয়ে ?

তেলের শিশি ভাঙলে পরে,
ধেড়ে খোকার অনেক রাগ,
ভুল করলে মুষড়ে তারা,
আসলে সব কাগুজে বাঘ ।

তাকিয়ে দেখো চতুর্দিকে,
ভুল ভ্রান্তি কেবল ঢের,
জীবনে খাদ, চোরা বালি
সমস্যার রকম ফের।

দেশ চলেছে, নগর ও জীবন
ভুলের ফাঁদে জড়িয়ে,
নেতা, মন্ত্রী, পেয়াদা সকল
অহংবোধ পথ মাড়িয়ে!

এদের ভুলে দিশেহারা
মোদের ভুলেই কেবল রব!
তকমা সাঁটা বুড়ো খোকা
খুড়োর কল আমরা সব !

তবুও বলি সজাগ হও,
দূরে হটাও ভুলকে,
এক আধটা, ভুল হতেই পারে
রোজ ভালো লাগে কি
এপ্রিল ফুলকে !  

Exit mobile version