Site icon আলাপী মন

কবিতা- মৃত্যুর মিছিল

মৃত্যুর মিছিল
-পারমিতা ভট্টাচার্য

নিখুঁত পরিকল্পনা ছিলই
শান্তির প্রার্থনায় নিমগ্ন ছিল ওরা
করাল ছায়া গ্রাস করলো ওদের
সার বেঁধে চলে শান্তি মিছিল।

সত্যি আজ ভাববার সময় এসেছে।
ওদের পরিকল্পনায় ছিলনা কোনো
গোড়ায় গলদ একটুও,
তাই যারা গেলো,ঘরে ফিরলো না সব,
গুটিকতক নিরুদ্দেশও হয়ে যায়।
অপরিসীম ক্ষতি! মৃত্যুর মিছিল দেখে
ভগবান ডুকরে ওঠে কেঁদে।

সব অপরাধ চাপা পড়ে যায়
টেবিল এর নিচে থেকে যায় অগোচরে,
মানবিকতা শুধুই মোমবাতি নিয়ে
আবেগী আলাপ সারে।

 

Exit mobile version