আমার জন্য রেখো
-রীণা চ্যাটার্জী
সাঁঝ বেলাটা আমার জন্য রেখো
মাতাল সুরে আমায় তুমি ডেকো,
চমকে উঠে তাকাবো যখন ফিরে
বাহুপাশে সোহাগে রেখো ঘিরে।
নিশি রাতটুকু আমার জন্য রেখো
বাঁশির সুরে মিলন বার্তা লিখো,
আধ-ঘুমে খুঁজবো যখন তোমায়
হৃদ মাঝারে মিলিয়ে নিও আমায়।
প্রভাতী আলো আমার জন্য রেখো
বাউল সুরে ভালোবাসা তুমি থেকো,
প্রেমের জোয়ারে ভাসতে যদি পারো
দ্বিধার প্রশ্ন ভুলিয়ে আমাকে সাথী করো।
প্রখর রোদের দুপুর আমার জন্য রেখো
মাদারীর করুণ সুরে জীবনের ছবি এঁকো,
উষ্ণতায় সাজিয়ে আকাঙ্খার সব প্রহর
চিরকুটে লিখো তোমার নামের মোহর।
সদ্য ফোঁটা রজনী, জুঁই, আর গোলাপ
সাক্ষী থেকে শুনো আমার সকল প্রলাপ,
কবির ভাষায় শুনি ‘চেতনার রঙ সবুজ’
চেতনা চাই না আর, হলাম আমি অবুঝ,
অভিমানের বাষ্প যদি পাঁচিল দেয় তুলে
তুমি শুধু আপন থেকো, সবকিছু যেও ভুলে,
কেয়া পাতার নৌকা ভরে ডুবিয়ে জীবন দুখ
পরশ ছায়ায় খুঁজবো তখন হাসনুহানার সুখ।
মনোমুগ্ধকর কবিতা , ভালো লাগলো।
ধন্যবাদ
বাহ, খুব ভালো হয়েছে
💟🌹🙏
Darunnn
🙏💟
বেশ রোমাঞ্চকর
তাই….. ধন্যবাদ ভাই