Site icon আলাপী মন

কবিতা-ছলনা

ছলনা
-পলি ঘোষ

 

বৈশাখী রোদে আবার বেজেছে ,
রঙীন কাঁচের চুড়ি
দখিনা বাতাসে আজ ওড়াবো
আমার মনের ঘুড়ি।
বাসন্তী রঙ এর শাড়ির ভীড়ে,
আজ আবার হারাবো কৃষ্ণ চূড়ার তলে
বৈশাখের অস্তিত্ব আজ
আমার হৃদয় গ্রথিত ।
সমগ্র অস্তিত্বে বৈশাখ প্রভাব ফেলে,
তোমার জন্য দিলাম সব সুর,
আমার জন্য না হয় থাক ছন্দ।
নতুন বছর বয়ে আনুক অনবিল আনন্দ।
মনের কথাই তাই আজ বলেছে,
নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে,
রঙ মেখে ললনা
হেলে দুলে চলনা,।
এমন মিষ্টি দিনে কেউ
কোরো না ছলনা।

Exit mobile version