Site icon আলাপী মন

কবিতা- নারী

নারী
-সত্যেন্দ্রনাথ পাইন

 

আপন মনের মাধুরী মিশিয়ে
রাঙিয়ে দিলে আমায়! —-হে নারী
বিচিত্র চন্দনে খেলাচ্ছলে
তুমিই করেছো চুরি আমার আপন সত্ত্বা, সর্বসুখ-আনন্দ প্রেম ভালোবাসা

হে নবীন মেঘমল্লার তুমি লক্ষ্মী
তুমি মাতৃসমা—
আবার
তোমারই প্রত্যাঘাতে পেয়েছি শত
বেদনা, মিলণোৎসুক বর্ণ গন্ধ
হে সুহাস সুন্দরী, তোমার রহস্য
উন্মোচিত হোক্

তোমার কাঁকন, নুপুরের কিক্কন শুনিয়ে
নিয়ে চলো অমৃত বাণী শোনাতে
সেখানে দেখি যেন তোমার অপরূপ মূর্তি খানি।।

Exit mobile version