Site icon আলাপী মন

কবিতা- ভুল

ভুল
-তোফায়েল আহমেদ

 

ভুল সবই যেন ভুল, ভবের যাপন শালার মেলায়
খুঁজলে সব ধুর্ত কর্ম, ধরা পড়ে,
স্মৃতির পাতায় অতীত নামধারী স্মরণে প্রবাহিত
জীবনের ছন্দ মন্দ দ্বন্ধ সুর মূল।

জন্মের ভুলে হয় কত অঙ্গ নষ্ট, আর কর্ম ভুলে পাপ
অনিচ্ছার হলে ভুল ক্ষমা প্রার্থনায় মাপ,,
অপেক্ষার ভুলে আপেক্ষিকতা জন্ম নেয়,বোধের ভুলে নির্বোধ উপাধি,দিবা রশি নিশির ভীতু সাপ।

রস- প্রেম -ভালোবাসায় স্বভাবের আঁখির নেশায়
চলনে কথনে শিল্পীর শিল্পে চয়ন চালকের ভুল,
শ্রদ্ধা বিনয়, নম্রতা, শালীনতায় ভুল,নেশার মাতাল অহংকারে ভাঙ্গে জীবনের মৌলিক সারাংশ কূল।

মানবতায়,শ্রেষ্ঠতায়,শুদ্ধতায়, নরম সত্যতায়,কাব্যে
সামাজিক কুৎসিত সংস্কার ভুল,
পথ চলায় আপনে আপনে ,,ঘুষ পাপ ও দুর্নীতিতে
মিতার মিতালীতে মিথ্যের শুল।

বিশ্বাসে, পরোপকারে, স্রষ্টার আবশ্যক বন্দনায়
জগতের সু ফসলে রোপনে ভুল,
মায়া অদুরে রেখে রক্তের জন্ম দাতা ভুলে বাঁধন
ছিন্নতায় স্বার্থেই কুজন মশগুল।

নিজের ভেতরে এক আপনকে চিনতে করে ভুল
মনুষ্যত্বের বিবেক চেনায় অমানুষের ভুল,
কত কিছু চেনা হয় মোহ লোভে অথচ জানা হয়না ইচ্ছার মন্দ খপ্পরে নাড়ায়না সত্যায়িত চুল।

সুন্দর চেনায় ভুল,খাদ্যে ভুল,নিশির শান্ত ঘুমে ভুল
সু-সময়ের পিঠে অসময়ের কিন্তু, দ্বন্ধ ভুল,
সংসার পরিবার আত্মীয় স্বজনে বহুবিধ চলমানে
করণীয়তায় তিক্ত সিক্ত ভুল,ঘরে তুলতে ফুল।

ওরে এই দিনতো ক্ষণ দিন, চিরদিন অদৃশ্য কাছে
ইচ্ছার স্বাধীনতা পেয়ে নির্বোধ অধম নাচে,
আপন আপনাকে,সৃষ্টি,তার স্রষ্টাকে চিনতে যেজনা
করেনা ভুল,এপার ওপারে শান্তিতেই বাঁচে।

Exit mobile version