Site icon আলাপী মন

কবিতা- হঠকারিতা

হঠকারিতা
-শংকর হালদার

 

সবুজের বারান্দা জুড়ে নিঃশ্বাসের যাতায়াত
মুক্ত বায়-এর অন্বেষণ সবুজের ভিড়ে
মুক্ত আলো দেখি ঊর্ধ্ব করে শির,
ষড় ঋতুর আনাগোনা গগন তলে
ছন্দ ও লয়ের পাশাপাশি গল্পের মোড় ঘোরে
নিঃশ্বাসে প্রশ্বাসে।
গানের ভাষা, সুরের মূর্ছনা
ঋতু ও সবুজের ক্ষমতায়ন,
অরন্যে অরন্যে প্রাণের স্পন্দন
ছন্দ খুঁজে পায় সবুজের দরবারে
ঈর্শ্বার কলোরব, মিথ্যার হাতছানি
স্যালুট জানায় নতশিরে।
সবুজের পরম্পরা উম্মুক্ত করে নিজেকে
কোনোরূপ শর্তবিনা,
কিন্তু, জনগোষ্ঠী স্বার্থের পরকাষ্ঠা
নাশের মালাজপে আপন লক্ষ্য পূরণে
বিচ্ছেদের বারমাস্যা কিসের ভিত্তিতে
জবাব চাই…

Exit mobile version