উপলব্ধি
-শচীদুলাল পাল
উপলব্ধি এক অন্তরের অন্তস্তলের অনুভুতি। উপলব্ধি প্রধানত দু’টি ভাগ। স্থুল ও সুক্ষ।চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভুত হয় উপলব্ধি। প্রত্যেকটি ইন্দ্রিয়ের সাথে স্নায়ুতন্ত্র সাহায্যে সংযোগ রয়েছে মস্তিষ্কে।
চক্ষু দিয়ে যা কিছু অবলোকন করি তা মস্তিষ্কে পৌঁছে যায় তখন আমরা অনুভব করি, উপলব্ধি করি। সুন্দর মনোরম দৃশ্য দর্শনে আনন্দ উপলব্ধি করি। ভয়ংকর বীভৎস দৃশ্য আমাদের মনকে ভয়ার্ত করে।
দুর্ঘটনার দৃশ্য ব্যথিত করে। প্রিয়জনের মৃত্যু দৃশ্য গভীরে রেখাপাত করে।
কর্ণ অর্থাৎ কান দিয়ে আমরা শুনি। সুমিষ্ট কন্ঠের গান বা মিষ্টি কথায় আমরা আনন্দিত হই। আবার কর্কশ কলহ কটু কথায় আমরা ব্যথিত হই। শব্দদূষন আমাদের চিত্তচাঞ্চল্য মনোবিকার ঘটায়।
নাসিকায় সুন্দর সুবাসে মনে আনন্দ উপলব্ধি করি। কটু বা বদ গন্ধের মধ্যে আমরা থাকতেই পারিনা।প্রেমিকের সুন্দর স্পর্শে প্রেম অনুভূতি লাভ করি ত্বক দ্বারা।যৌন অনুভুতি ও রতি ক্রিয়ার চরম সুখ সম সুখানুভুতি লাভে ত্বক স্পর্শের বিরাট ভূমিকা আছে।মায়ের স্পর্শে শিশু সন্তানও সুখানুভূতি উপলব্ধি করতে পারে।আবার আহত হলে ত্বকই জানিয়ে দেয়। যন্ত্রনা উপলব্ধি করি। জিহ্বা ইন্দ্রিয় দ্বারা খাদ্যবস্তুর যে টক ঝাল মিস্টি কষা নোনতা তিক্ততার যে ছটি স্বাদ আমরা উপলব্ধি করি। এগুলি হলো প্রধানত স্থুল দিক। এবার কিছু সূক্ষ উপলব্ধি প্রসঙ্গে লিখব।কথায় আছে চোখ থাকতে মানুষ চোখের মুল্য বোঝে না।জীবিত অবস্থায় আমরা যা না উপলব্ধি করি তার বহুগুণ বেশিপ্রিয়জন বিয়োগব্যথায় আমরা নিয়ত উপলব্ধি করি তার অনুপস্থিতি।তার ভাল কাজ তার কার্যক্রম তার অবদান স্মরণ করি ও দুঃখ উপলব্ধি করি জীবিত কাল অপেক্ষা বেশি।এই সুন্দর পৃথিবীতে আমরা মরতে চাইনা। কিন্তু যন্ত্রণা কাতর দুরারোগ্য ব্যাধিগ্রস্থ রোগী যন্ত্রণা থেকে অব্যাহতি পাওয়ার জন্য মৃত্যুকে কামনা করে।সাপে কাটলে যে বিষের জ্বালা একমাত্র সেই উপলব্ধি করতে পারে যাকে দংশন করেছে।অশরীরী প্রেতাত্মা এক উপলব্ধি মাত্র। যার কোনো অস্তিত্ব নেই। আমরা উপলব্ধি করি কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। ফিসফিস কথা বলছে। স্পর্শ করতে পারিনা কিন্তু উপলব্ধি করি মাত্র।
প্রকৃত প্রেম অব্যক্ত। ভালবাসার বহিঃপ্রকাশ নেই এক চিরন্তন উপলব্ধি। অবোধ শিশুও উপলব্ধি করতে পারে স্নেহ মমতা ভালবাসা।প্রাকৃতিক বাতাবরণ গরম ঠান্ডা মলয় বাতাস উপলব্ধি মাত্র।কুল কুন্ডলী /ষটচক্র জাগরিত হলে ঈশ্বর দর্শন হয়।ঈশ্বর দর্শন উপলব্ধির চরম উদাহরণ।
যখন আমরা অনাকাঙ্ক্ষিত সাফল্য লাভ করি যখন নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় অলৌকিক শক্তির বা( ইংরেজিতে যাকে সুপার ন্যচারেল পাওয়ার বলে) উপলব্ধি করি।অতীন্দ্রিয় শক্তির কথা পৃথিবীর সব ধর্ম উপলব্ধি করে।দীর্ঘকাল ধরে সাধনা করলে অতীন্দ্রিয় শক্তির উপলব্ধি হয়।
যম নিয়ম আসন প্রানায়াম প্রত্যাহার ধ্যান সমাধি পতঞ্জলি যোগ সুত্রের পদ্ধতি।
হেরে গেলে দুঃখ, জিতলে আনন্দিত হওয়া মানুষের স্বাভাবিক। কিন্ত হারজিতে সুখে দুঃখে সমভাব স্তিতধী ব্যক্তি উপলব্ধি করে। এই উপলব্ধি আসে মহান ব্যক্তির দ্বারা।মানুষের বয়োবৃদ্ধির সাথে সাথে উপলব্ধির তারতম্য ঘটে। শিশুরা কার্টুন কিশোররা খেলা যুবারা সেক্স উপলব্ধি করে। বার্ধক্যে হোরমোনের পরিবর্তনের সাথে উপলব্ধি পরিবর্তন ঘটে।হেলুসিয়েসন এ আক্রান্ত মানসিক রোগীরা অবাস্তব কল্পনা করে। তাদের উপলব্ধিতে এমন কিছুই নেই যা তারা ভাবেনা। এলোমেলো বিচিত্র ভাবনা ও উপলব্ধি মনোরোগের কারণ। এক সমীক্ষায় দেখা গেছে হ্যালুসিনেসন বা মানসিক রোগের কারণ সেক্স ও তার উপর অনধিক চিন্তা।
সহজ সরল ব্যাক্তির উপলব্ধি সাধারণত পজিটিভ ও কুটিল ব্যক্তির উপলব্ধি নিগেটিভ চিন্তাধারা।
এইডা প্রবন্ধ হইলো.?