Site icon আলাপী মন

কবিতা-ঋতুবতী

ঋতুবতী

-নীলোৎপল সিকদার

 

এখনো অন্ধ দুচোখে আলোর রোশনাই
রূপ যার মধ্যরাতের মত আঁধার সুন্দর
জৌসুলভরা অঙ্গে অঙ্গে চাঁদের জ্যোৎস্নাদ্যুতি,
ছেঁড়া পাতার মত মর্মর গান
বুক থেকে যখনই নেমে আসে গলা বেয়ে
তখনই এ পৃথিবী ঋতুবতী হয়
তবুও অন্ধ দুচোখ…

যারা সব চলে গেছে যৌবন বেলায়
নটী রঙ্গের প্রমোদ কাননে
ঝরাজল শুকিয়ে চোখের কোণায়
কাজলে ঢেকে রেখে চোখ
দেহ ভেঙ্গে রন্ধ্রে রন্ধ্রে
মিটিয়ে জীবনের লেনা দেনা পৃথিবীর খাতায়
তারপর পাটভাঙা শাড়ীর আঁচলে বেঁধে
অর্জিত কষ্ট
হেসে হেসে তারাও একদিন বলে
আহা কি ভালোই না পৃথিবীর জীবন…

Exit mobile version