Site icon আলাপী মন

কবিতা-স্বপ্নময়ী- ২

স্বপ্নময়ী– ২
-তপন কুমার মাজি

 

তুই আসবি বলে…
প্রত্যাশার দোরে বসেছিল রাত
চাতকের মতো,
যে রাতের ভিতরে থাকে অন্য এক রাত
যে রাতের বিছানায় ঘুমিয়ে থাকে অন্য এক স্বপ্ন,

তুই আসবি বলে…
জেগে ঘুমিয়ে ছিল অবদমন,
যে মনের ভেতরে থাকে অন্য এক মন
যে মনের কথা স্বপ্নময়ী ছাড়া জানে না কেউ,

তুই আসবি বলে…
টুকরো টুকরো ইচ্ছেগুলো ফুল ফুটিয়েছিল
আমার মরা গাছে,
ঠোঁটে ঠোঁট রেখে গন্ধ শুকেছিল আমার ঘুমন্ত জানালায়
তোর চোখে চোখ রেখে হেসেছিল তারা
আমার গোপন কথাদের নীল ইশারায়,

কান্নাদের হাসতে দেখেছিলেম আমার স্বপ্নের চোখে
যে স্বপ্নদের সাজিয়ে রেখেছিলেম আমি প্রাণের সাজিতে,
চাঁদহীন শূন্য আকাশের মতো শুয়েছিল
আমার স্বপ্নিল মনেরা
তোর নিশিরাতের নির্জন বারান্দায়,

তুই আসবি বলে…

Exit mobile version