বাতি ঘর
-পারমিতা ভট্টাচার্য
তুমি চলে যাওয়ার পর আমার
বহু দিন কেটেছে আনমনা….
আমার মন হয়ে গেছে কঠিন পাথর,
তা তুমি আজও জানো না।
একটা পাখি ডেকে ডেকে উড়ে গেছে তার ঠিকানায়….
তুমিও পৌঁছে গেছো তোমার সঠিক নিশানায়।
মাঝে শুধু বাদ রইলাম আমি আর আমার মন….
কেটে যাবে ঠিকই যেমন কাটে ছন্নছাড়া জীবন।
জাহাজের মাস্তুলটা যখন
দিগন্তরেখা ছুঁয়ে ছুঁয়ে মিলিয়ে যায়,
ডিঙ্গি নৌকো গুলো ভাব জমায় ঢেউয়ের সাথে..
আমার মন পাখি তখন
পাখনা মেলে হৃদয়ের অনুবাতে।
আর আমি শুধু জোনাক-ফুলকি খুঁজি,
একটা গোটা বাতি ঘর হওয়ার আশায়….
জীবনের সলতে গুলো জ্বালাই
বুক ভরা ভালোবাসায়॥