Site icon আলাপী মন

কবিতা- ভাঙন

ভাঙন
– সোম

 

মধুময় চলন্ত প্রেম
সুখের পরিপূর্ণ আলোকরশ্মি
দু’জোড়া চোখে ঘর বাঁধার স্বপ্ন…

তবে পাকা মেঝে-
কাঁচের গ্লাস ভাঙার শব্দ শুনেছি!
দু’জনের ছোট্ট বিবাদে
উঠে এলো ডিভোর্স পেপারে সাইন।

প্লেসিকের পেনটির অজানা,

দম্পতির নিবিড় প্রণয়ের কথা!
সে খস খস শব্দে লিখে দিলো
ডিভোর্স পেপারে..

দু’জনে আর এক নয়,অদূরে দাঁড়িয়ে স্ত্রী
পতি অব্যক্ত যন্ত্রনা বুকে স্থির, পাথরসম নীরব-
মুখে কোন কথা নেই, মনভাঙার শব্দ নেই

শুধু চোখের কোণায় একবিন্দু জল!

Exit mobile version