কদর্য স্বপ্ন আর্য হতে চেয়েছিল বলে বিতাড়িত সে স্বপ্নের কুলীন সমাজ থেকে। কৃতকর্মের ফল তাঁকে দাড় করিয়েছে বাস্তবের নির্লজ্জ রাস্তায় যেখানে স্বপ্নেরা নিলাম হয় মানহানির অনুপাতে মৃতের চেয়ে সস্তায়।
নিলাম শেষে পড়ে থাকে কিছু কিছু ওজনে অতিরিক্ত স্বপ্নের ফেরিওয়ালার অবশেষে ঝুলিটা হয় রিক্ত।