কবিতা

কবিতা- তুমিই একা বিশ্ব

তুমিই একা বিশ্ব

-অমল দাস

 

তোমায় আজ ডাকিনি- ডাকোনি তুমি মোরে,   

ফুল চন্দনে সজ্জিত তুমি সকলের ঘরে ঘরে।

সমস্ত দিন কাটিল ভাবে একটি কাব্য আসিল না,

ওহে রবি মম কাব্য পাতা কেন তোমাতে ভরিল না।

কবি গুরু ওহে রবি আমার কাব্য মাঠ একা,

একটু পরশ একটু আশীষ একবার দিও দেখা।

তুমি আমার গানের পাড়ে তুমি হিয়ার মাঝে,

তোমার সুরে আমার সকাল দোদুল দুপুর সাঁঝে।  

তুমি আমার লেখনী সুধা আমার কাব্য কলরব,

কোন মোহে তুমি ডাকিছো কাছে উন্মাদ হয় সব।

কত স্তুতি কত শব্দ  তোমার কত ছন্দের খেলা,

তোমার কাব্য গল্প গান সাহিত্যের অসীম বেলা।  

সৃষ্টিতে তুমি অদ্বিতীয় সঞ্চয়ে শৈলীর সম্ভার,

প্রেমের সূত্রে বাঁধিছো মনন তোমার শক্তি অপার।

তোমার সঙ্গোপন পাই আমার নিভৃতে নিঃসঙ্গে,  

তোমার সপ্ত সুরে উজান আসে আমার মরা গঙ্গে।  

বহু মানুষের কোলাহল মাঝে বহু সম্ভাষণে তুমি,

আজ তোমার স্নেহের পরশে হয়েছে ধন্য বঙ্গভূমি।

মৈত্রী বাঁধনে বেঁধেছো জাতি শান্তির বাণী বয়ে,

বিশ্ব গুরু! তুমি ঈশ্বর তুমিই প্রভু সকল কবি হৃদয়ে।

তোমার তরে আমার আবেগ মম আত্ম সমর্পণ,

আমি এসেছি সেই তোমার কাছে করেছি আপন।

বিশ্ব মাঝে একা তুমি তুমিই একা বিশ্ব,

তুলির টানে তোমার- সে এক অপরূপ দৃশ্য।

‘নৌকাডুবি’ বুকের উপর আমি তোমাতে নির্বাক,

প্রণাম লহ মোর তব জন্মদিনে পঁচিশে বৈশাখ।         

 

Loading

Leave A Comment

You cannot copy content of this page