Site icon আলাপী মন

কবিতা- আমরাই নীলকন্ঠ

আমরাই নীলকন্ঠ
-শচীদুলাল পাল

বাঁচতে পারো সর্পদংশনে
নিস্তার নাই খাদ্যবিষ গ্রহণে।
বিস্কুট যোগে ভেজাল টী।
ক্যানসার গরল মাখা পাঁউরুটি।
খাও যদি হলুদ কলা একান্তে।
কেমিক্যালে পক্ক জহরের প্রবেশ অজান্তে।
বাজার থেকে আনা শাক সবজি তাজা
কীটনাশকে কীটহীন তরতাজা।
মাটীমাখা আলুতে বিষ আলামাটী।
বিষ প্রযোগে পরিপুষ্ট আনাজপাতি।
লাল লাল বড়ো বড়ো বিলাতিগুলো
বিষে রঙীন উচ্ছে বেগুন পটল মুলো।
মৎস্য দরশনে রূপলাবণ্যে তাজা।
ফরমেলিন প্রয়োগে সংরক্ষিত তরতাজা।
চিপস্ চাউমিন ফাস্টফুড কোল্ডড্রিনক্স
ক্যানসারের অনুপ্রবেশ অহর্নিশ।
জলের সাথে আর্সেনিক গরল পান।
ভেজাল দুধে ডিটারজেন্ট ফ্রী খান।
ভোজ বাড়িতে খেলাম কত পশুর অংশ
যাচাই পরিবেশনে কবজি ডুবিয়ে ভাগাড়ের মাংস।
কিছু বোতলের গায়ে বিশুদ্ধ গব্য ঘৃত।
আসলে মৃত পশুর চর্বি থেকে গৃহীত।
ওষুধ খেয়েও সারেনা রোগব্যাধি জ্বর।
ট্যাবলেটে চকের গুঁড়ো নিরুপায় ডক্টর।
ভেজাল তেলের তেলেভাজা জীভে জল,
আলসারে পেটে ঘা অষুধ নিঃস্ফল।
প্লাস্টিকের পাত্রে জল চা, কেরি ব্যাগ প্রতিনিয়ত
ক্যানসার বিষ ঢুকছে কত নিয়মিত।
ছানায় ময়দা সুজি মিশিয়ে রসগোল্লা মিষ্টি
ভেজালের জন্য আজকে যত অনাসৃষ্টি।
চালে কাঁকর চায়ে গুঁড়ো কাঠপাতার
ভেজাল সরষের তেলে বীজগুঁড়ো শিয়ালকাঁটার।
হলুদে আটার সাথে এলাইল আইসোথিওসায়া নেট
গুড়ো দুধে ছানায় ময়দা সুজির ভেট।
গুড় জলের কফসিরাপে সারে কী সর্দিকাশি?
বিদেশে নিষিদ্ধ ওষুধ স্বদেশে চালু রাশি রাশি।
কার্বাইডে পাকানো ফল কেমিকেল সারের ফসল
লিভার কিডনি হার্ট বিকল
বিষে জর্জরিত আমরা সকল।
সমুদ্রমন্থনে শিবের গরলপান আকন্ঠ।
নিত্য গরল পানে আমরাই নীলকন্ঠ।

Exit mobile version