কবিতা- ফরিয়াদ

ফরিয়াদ
-তোফায়েল আহমেদ

 

তুমি সদা সুন্দর প্রভু মঙ্গল করো
বিনয়ে কৃপা স্বরি,
তিক্ত আঁধারে ডুবে গেছে সৃষ্টিকুল
অন্ধ পাপে ভরি।
তুমি সুন্দর সদা প্রভু মঙ্গল করো

জগতের মায়ায় পথ ভুলেছে সব
বিপথের যাত্রী,
ডুবে যায় তরি কূলে নিতে ডাকি
জ্বালাও পবিত্র বাতি।
তুমি সুন্দর সদা প্রভু মঙ্গল করো 

নিশি কাটেনা আলোবীনা, নির্মল
কিরণ করুনা করি,
কামনার শুদ্ধ কোটি,কুটিরে জপি
উর্ধ হস্ত তুলি ধরি।
তুমি সুন্দর সদা প্রভু মঙ্গল করো 

মর্ম বাণী কর্ম করি যাতনার রোদন
চেতনার জলে ভাসি,
মুছে দাও ময়লা,দাও মুগ্ধতার সুধা
অন্তর জুড়িয়া হাসি।
তুমি সুন্দর সদা প্রভু মঙ্গল করো

রক্তঝরা জীবনধারা দুষণে হল ক্ষয়
সঙ্গত দৃষ্টির বৃষ্টি ঝরে,
পূর্ণে পূর্ণ করো হৃদয় মাজার, সৃষ্টির
অবসানে নিও স্বর্গ ঘরে।
তুমি সুন্দর সদা প্রভু মঙ্গল করো

অবুঝ মন সবুজ চিনেনি প্রকৃতির স্বাদ
মোহ লোভে করেছে বিষাদ,
ক্ষমা করো মহান, মহিমায়,শ্রেষ্ঠ সৃজন
কবুল করো ফরিয়াদ।
তুমি সুন্দর সদা প্রভু মঙ্গল করো –

 

হে অদৃশ্য বিরাট,একক মালিক, শোন
আত্মায় দিও দৃঢ় বিশ্বাস উপহার,
রুপান্তরে দেখবো তোমায় নয়ন ভরে
প্রেম ডেলো,জড়িয়ে,করোনা বিচার।
তুমি সুন্দর সদা প্রভু মঙ্গল করো

তোমার বন্ধুকে দেখিনি তোমায় দেখিনি
দেখার বড় স্বাদ জাগে,
ভালোবাসা দিয়ে কোলে তুলে নিও, প্রভু,
সুখময়, মঙ্গলের বাগে।
তুমি সুন্দর সদা প্রভু মঙ্গল করো

বিনিময় ক্ষুধার ভবেতে মিলন মোহনায়
মানুষ করেছে যত পাপ,
ফরিয়াদ তোমাতে, হে আরশের মালিক
করে দাও সব পাপ মাফ।
তুমি সুন্দর সদা প্রভু মঙ্গল করো

Loading

Leave A Comment