কবিতা- কালবৈশাখী

কালবৈশাখী
-অমিতাভ সরকার


কালবোশেখীর ধূসর ধুলো আকাশ ভরা মেঘ,
বাজলো নুপুর ঝমঝমিয়ে বাতাসে সংকেত।
ভাঙল গাছ, উড়ল চালা , উড়িয়ে নিল রেলিং, ভিজলো মাটি ফাটা মাঠে ,বজ্রপাতে শকিং।

গাছ গুলো সব সবুজ হলো, রঙ ধরেছে আসল,
চাষীর মুখে ফুটল হাসি, উঠলো কাঁধে লাঙল।
বলদ গুলো উঠলো ঝেড়ে, খুলল তাদের আগল,
চাষী গিন্নি গোছ গাছেতে আনন্দে হলো পাগল।

খরার চোটে নলকূপেতে উঠছে না তো জল,
কয়েকদিনে বৌ ঝিয়েদের ছিঁড়তে পারে কপাল।
এটাই হলো ঋতুর খেলা, যুগে যুগের ধারা,
মাতুক সবাই গ্রাম-শহরে ,ঝরুক আনন্দধারা।

Loading

One thought on “কবিতা- কালবৈশাখী

Leave A Comment