কেটে গেছে কত বিনিদ্র রজনী

কেটে গেছে কত বিনিদ্র রজনী
-অনোজ ব্যানার্জী


কেটে গেছে কত বিনিদ্র রজনী,কবিতাকে বুকে নিয়ে।
কবিতা এসেছে? দিয়েছে কি ধরা, লেখনী চুম্বন দিয়ে??

কল্পনার রেশে, স্বপ্নের আবেশে, সাজিয়ে বর্ণমালা।
অনুভূতি মননে, আবেগে চিন্তনে, করে গেছি কত খেলা।

বয়ে গেছে কত, সময়ের স্রোত, জীবন নদের ধারায়।
চলাপথে পদেপদে, সুখেদুঃখে, সম্পদে, কত কি যে হারায়।

করিনি তো মাথা নীচু, পেয়েছিও কিছুকিছু,, চেয়েছি যা জীবনে।
অতীতকে মনে পড়ে, বিদ্ধস্ত কত ঝড়ে, ক্ষতবিক্ষত কত রণে।

সব কি যায় পাওয়া? অনুকূল হলে হাওয়া, হাতে কিছু আসে।
চাই যার ভালোবাসা, মেটে কি সেই আশা? তৃপ্তির সুবাসে?

জীবনরথ তো গড়িয়ে চলে, অজানা কোন দেশে।
জানিনা কোথায় হারিয়ে যাবো, মিশবো কোথায় শেষে!!

Loading

Leave A Comment