Site icon আলাপী মন

কবিতা- পাপ ভান্ডার

পাপ ভান্ডার
– সুজিত চ্যাটার্জী

বর্তমানের নাইবা হলাম
ভবিষ্যতের ভুত তো বটেই ,
তাই আগাম কিছু ভৌতিক সুবিধে
পেলে ভালো হতো, সাদা কথায়
ভুতের রাজার বর।
অনেক সাধ্যসাধনায় ঈশ্বরের দর্শন
নাও হতে পারে, তবে অনেকেই নাকি
ভুতের দেখা পেয়েছেন, শুনেছি,
সাধ্যসাধনা ছাড়াই , অক্লেশে।
তাই ওদিকেই চান্স নিচ্ছি বলা যায়।
আমার টার্গেট বর আদায়,
গুপী বাঘার মতো, তিনটি বর।
ভগবান পাওয়া কষ্টকর, সুতরাং
ফল যখন একই , সহজ পথেই যাই তাইনা ?
ওমা,,, কি কাণ্ড, জানলাম কি জানেন!
এই পৃথিবীতে বর্তমানে ভগবান তো দূর
ভুতের দেখা পাওয়াও অসম্ভব !
এতো স্বার্থপরতা অমানবিকতা দাম্ভিকতা দেখে
ভুত আর ভগবান যৌথ ভাবে
এই পাপের গ্রহ ত্যাগ করেছেন,
নতুন গ্রহের ঠিকানা ফ্যাক্স মেল ফোন অজানা।
সুতরাং মৃত্যু অবধি অপেক্ষা ছাড়া নিরুপায়,
তাইহোক, কি আর করা, থাকি এই পাপ ভান্ডারে কি বলেন ? হা হা হা হা

Loading

Exit mobile version