কবিতা- নদীর মত মেয়ে

নদীর মত মেয়ে
-পারমিতা ভট্টাচার্য

 

মেয়ে:নদী তুমি কোথায় যাও?
আমি যে বড়ই পিপাসার্ত।
আমায় একটু জল দাও।
নদী:আমার হৃদয় ভালোবাসায় পূর্ণ
তুলে নাও আঁচলা ভরে জল,
শুধু হৃদয় করোনা বিদীর্ণ।
মেয়ে:তোমার গভীরতা কত নদী?
নদী: মাপতে এসো না !ডুবে যাও যদি।
মেয়ে: নদী তুমি এপাড় ভাঙো
ওপাড় গড় কেনো?
নদী: এটাই নিয়ম জেনো।
মেয়ে: তোমার বুকে জোয়ার ভাঁটা খেলে
ঢেউ যে তার পাখনা মেলে ধরে!!!!
নদী: তাতে কিই বা আসে যায়?
নদী তবু নিয়ম মেনেই
সাগরের পানে ধায়।
মেয়ে: একি,নদী তুমি কাঁদছো?
এমন করে চোখের জলে
কাতর সুরে ফুঁসছো?
নদী: বুঝবে না কেউ জানি
হাজার বার মানি।
তোমরা কেনো বাঁধের বেড়ায়
আমায় আজকে বাঁধছো?
মেয়ে: নদী তোমার বুকেই
নৌকা ভেসে যায়।
নদী: আমার বুকেই রাধারাণী
শ্যামকে খুঁজে পায়।
মেয়ে: নদী তোমার এত স্রোত?
ছলাৎ ছলাৎ করো।
নদী: ছুঁলে যে তুমি।
তাই যে ঢেউ উঠলো বুকে
আমার এমনতরো।

Loading

Leave A Comment