এখনো হয়নি সময়
– সত্যেন্দ্রনাথ পাইন
সময় এখনো আসেনি প্রিয়া
যাইতে তব গৃহে
ক্ষমো মোরে হে চির কুমারী
রমণীয় তুমি, জনশূন্য পথ
আকুল হৃদয় বাতাস সম ছুটিছে সদাই
অপেক্ষা কর সাগ্রহে।।
সময় তো হয়নি কো শেষ, আসেনি বিপুল ঝঞ্ঝা
তুমি জুঁই, তুমি রজনী গন্ধা
করুনাঘন প্রেমের আঁচলে রাখো বাঁধি
এ লঘু ভার সহিতে পার যদি
প্রাসাদ মাঝে নীরবে নিভৃতে কাননে ফুটিবে যবে ফুল
নির্জন পথে নক্ষত্রালোকে সেদিন যাইব তব গৃহে।।
আকাশে মেঘ নাই, সোনালী রোদের জ্বালা
সুপ্ত নয়নে বসে আছি একা
কোকিল তোলেনি সুর কুহু কুহু ডাকে
বাতাসে বাজে না দখিনা বাঁশি
হে সুন্দরী, তপস্বীনী আর্ত নারী বাক্য হীণা
দাঁড়াও নীরবে, প্রেম ভারে অশ্রু মুছে যাইতেছি ধীরে ধীরে।।
দিয়েছো পরাণ যবে পেয়েছো সোহাগ
কেন তবে এত আকুলতা
বিরহে কি ফাটিছে বুক ছূটিছে কি সুখ গাথা?
দীপ জ্বেলে দ্বারে বসো, একটুকু হাসি হেসো
দেখিবে আমি আছি পাশে
সঙ্গে লয়ে শত শত বিরহ ব্যথা।।
তুমি যে আমার অহংকার
কি জানি কী হেতু এত আকর্ষণ
তোমারে রেখেছি হৃদয় খাচায় বন্দিনী সম
তুমি শিউলি, শেফালিকা
ভালোবাসায় দিয়েছো মোরে প্রশ্রয়
কর অনুগ্রহ হাসি দিয়ে, আমি যাইব তব গৃহে।।
স্বপনে দেখি তব অশ্রু ঝরে
মুছে নাও অশ্রু লোর
সময় হইবে যবে কেউ না বাধা হবে
হে প্রিয়া, হে শুচি স্মিতা
আমি যাইব ছুটি সব কাজ ফেলি
তোমারে বাঁধিব সেদিন বাহুডোরে গিয়ে তব গৃহে।।