ছদ্মবেশী ভক্তি
-অমল দাস
আঘাত লেগেছে অন্তরে কাঁদছি সবাই আমরা,
এইতো কদিন!নতুন চাপে বদলাবে রঙ চামড়া।
ভুলের ঘোরে কজন ঋষি কোন মহত্বের গুনে!
পুষ্পমাল্যে বছর ফেরে শুধু জন্ম-মৃত্যু দিনে।
খুব তামাসা দেখছি সবে রঙ বাহারি রূপে,
বগল ঘামের গন্ধে সমাজ বৈশাখী এই ধুপে।
ভাঙছো ভাঙো কিসের তরে ছদ্মবেশী ভক্তি?
ভেকের কান্নায় ঝাণ্ডা ওড়ায় ইঞ্চি প্রতি শক্তি!
যে মনীষী স্বত্বা জাগায় শোধন করে আত্মা,
কৃষ্টিতে তাঁর অচ্যুত মার্গ নাইবা দিলে পাত্তা।
কু-সংস্কারের অন্ধকূপে যাঁরা লড়ছে আমরণ,
অবক্ষয়ের ভারত ভূমে তাঁরা সত্যের জাগরণ।
প্রত্যারোপের মাস্তুলে নাচে সেনা-দল কৃত ভুল,
অতীত ভেঙে ভাঙছে আজো উড়বে আরও ধূল!
চক্ষু জলে আবেগ চুরির আর কি আছে দরকার?
তুমি জঞ্জালগুলি দমন করো নরম করো হুঙ্কার।