দুষ্টু মিষ্টি চিঠি
– পলি ঘোষ
প্রিয় জানো আজ সকালের রোদ্দুরে তোমাকে দেখলাম কৃষ্ণচূড়ার তলায়।
দেখলাম তোমায় আমার হৃদয় আঙিনা জুড়ে।
জানো প্রিয়
তুমি ঠিক একই আছো, ঠিক একই রকম,
একই আছো শুধুই ভালোবাসাটুকু বাদ দিয়ে।
তোমার জীবনে আছে আরাম আর বিলাসিতা,
আর আমার জীবনে উজ্জ্বল ভবিষ্যত গড়ার প্রচুর চাপ ।
আমি দূরে দূরে বহু দূরে থাকি,
তাই তো একলা মনে নিজের ছবি আঁকি।
কিন্ত প্রিয় ডাক যখন ডাকে আমায় ,
বারং বার কাছে আসবার জন্য,
তখনই হৃদয় জুড়ে বসন্ত জাগ্রত।
আমি দেখলাম তুমি স্কাই ব্লু রঙের
পাঞ্জাবী পরে চপের দোকানে,
চারিপাশে কিছু মানুষের ভিড় কোলাহল,
সবাই এখন ভীষণ ব্যস্ত,
তারপর তোমার ভীষন তাড়া,
আজ দেখি তুমি আমাকে ভুলেই গেলে চিরতরে,
এ এক আশ্চর্য অনুভূতি,
প্রিয় আজকাল
পিছন ফিরে দেখো না একবার ও,
সেখানে আমি তোমার পাশেই ছিলাম।
এখন দেখি তুমি ঘুম চোখে বসন্তের গন্ধে কাতর।