কবিতা

কবিতা- বেঁচে থাকা দায়

বেঁচে থাকা দায়
-রাণা চ্যাটার্জী

 

অর্থ,যশ-কর্ম,খ্যাতি ধরতে গেলেই দেখি পালায়
নাজেহালে বেকার ছেলে,চামচা নেতার জ্বালায়।
রাজনীতি আঙিনায় কৈ কমিউনিস্ট মার্ক্স লেলিন
কলকারখানা লক আউট,আসবে যে  কবে সুদিন।

চাই না নেতা,দেয় ভাঁওতা শুধু আখের গুছায় সব,
ধুলো ছোঁড়ে রাঘব বোয়াল,জনতা ভোটে কলরব।
মালিক বলছে সব দিচ্ছি, ফাঁকিবাজ শ্রমিক দল
মিটিং মিছিল আন্দোলনে কত আর হাতাবি বল!

কি যে  রীতি,সম্প্রীতি ,দেখনদারির ভালো থাকা,
পাচ্ছি কষ্ট, বুঝছি স্পষ্ট ,জৌলুসেতে  সব ঢাকা।
হৃদয় মনে, জিও-র ফোনে হৃদ্যতার মাখামাখি
প্রেম প্রীতি শুকিয়ে মরুক এভাবেই বেঁচে থাকি।

ছুটছে নেতা,ভিড় জনতা,এই নরমে গরমে ভোট
প্রতিশ্রুতির মিথ্যা প্রলেপ,”যা ভাগ ,চল ফোট” !

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>