অধম ছেলে
-পারমিতা ভট্টাচার্য
মা গো, যত বার পেতেছ আঁচল
চোখের জলে
নিঃস্ব করেছি আমি
তোমায় তত বারই বারেবারে।
যত বার বলেছি সময় নেই
তোমাকে দেওয়ার মত,
ভালোবাসা উজাড় করে দিয়েছ
আমায় তুমি তত।
যত বার বলেছি সব ঋণ
তোমার দিলাম আমি শুধে,
তত বার রেখেছ সুখের স্পর্শ
আমার দুটি হাতে।
মা গো, রাখতে পারিনি নিজের করে
নিজের দুটো ঘরে,
তুবও তুমি বাড়িয়েছ হাত
আবার স্নেহ ভরে।
তোমার ঠিকানা করেছি বৃদ্ধাশ্রম
আমি তোমার অধম ছেলে,
কত অদৃষ্টের ফলে
তুমি আমায় কোলে পেলে।
তুই যে আমার আঁধার রাতের আলো
ওমনি মা বলল হেসে,
সারা জীবন রাখবো বুকে
শুধুই তোকে ভালোবেসে।
তুই যে আমার সাত রাজা ধন
মানিক হীরে যত,
তোকে আমি চোখে হারাই
এখনও ছোট্ট খোকার মত।
তোকে পেয়ে ধন্য আমার
পূর্ণ নারী জীবন,
তোর কোলে তেই মাথা রেখে
আসে যেন আমার মরণ।
আজকে মা গো নেই তো তুমি আছ অনেক দূরে
আজকে বুঝি মায়ের ঋণ কেউ চোকাতে পারে?
খুুব ভালোলাগল