Site icon আলাপী মন

কবিতা- নিমজ্জিত মন..

নিমজ্জিত মন…
-সত্যদেব পতি

 

বিকেলের সোনালী রৌদ্র চাদর এনে দেয় হতাশাময় রাত …
বিশ্বাসের বর্মভেদ হয় দিনান্তে সূর্যাস্তের পর,
প্রতি সন্ধ্যায় লক্ষ শঙ্খধ্বনি আর ঘন্টা কাঁসর ঝাঁজরের মঙ্গল আরতি হয় মন্দির গীর্জায়…
মসজিদে আজান আর গুরদুয়ারায় সুন্দর গুরু বন্দনা, 
সবমিলে মনে অসীম প্রশান্তি।
রাতের সুনীল আকাশে কোটি নক্ষত্র সুদুর নীহারিকায়…
নিশীথ স্নিগ্ধ আলো দেয় নিজের মতো,
আমার মনের ঘরে একটা পুর্নচাঁদের ঊজ্জ্বল আলো।
তোমার ভালোবাসার আগুন হৃদয় তৃপ্ত করে,
ক্ষেত্রজ রাতের অশ্লীলতা আমাকে মাতাল করে তোমার মদিরার চোখ।
একটু উষ্ণ আলিঙ্গনের জন্য মন হয় উতলা,
মহাসাগরীয় তরঙ্গ ওঠে বুকে
আবার একটা খোলা চিঠি জমায়িত অনল অনিলের তলায়,
জোছনাময় রাতে দুর মাঠে আমার আপন ঐ বাউল বাতাস আমাকে ডুবিয়ে রাখে আপন করে।
এই রাত হবে ইতিহাস….
সুপ্ত মনের ছোট্ট হৃদয়ে জমায়িত স্বাদ জিহ্বা অনুভব করবে প্রতি মুহুর্তে নিমজ্জিত মনে শুধুই তোমাকে ।

Exit mobile version