কবিতা- কাগুজে ফুলশয্যা

কাগুজে ফুলশয্যা
-কৃষ্ণ বর্মন

 

কাগজের ফুল দিয়ে যে শয্যা সাজানো
সেখানে ভালবাসার সুগন্ধ নেই,
ভয় নেই প্রথম রাতের শেষে
বিছানায় গোলাপ চিহ্নের,
নেই মিছি মিছি শয্যা সুখের লজ্জায়
রসিক টিপ্পনির আলতো ছোঁয়া,
আছে শুধু ভুঁইফোর সন্দেহ
আর লোক দেখানো তৃপ্তির অন্তরালে
অপরিমেয় অতৃপ্তি।

প্রতিরাতে কাগুজে ফুলের সজ্জায়
ক্রমশ শিথিল হয় শীতল শয্যা,
আমদানী হয় সুগন্ধীর,
পাল্টায় কাগুজে পাঁপরির রঙ,
অথচ কুড়ি আসেনা,
ফুলও ফোটেনা
পরিকল্পনায় কিংবা অসতর্ক ভুলে।

Loading

Leave A Comment