Site icon আলাপী মন

কবিতা- অনন্ত প্রেম

অনন্ত প্রেম
-সত্যেন্দ্রনাথ পাইন

 

পলি মলি সুতপা সুপর্ণা
যে নামেই ডাকি না তোমায়
সে তো ডাকনাম মাত্র—-
প্রেমের দুর্গম বন্ধুর সিঁড়ি বেয়ে
স্বাভাবিকত্ব পেতে চাওয়া
বিপরীত লিঙ্গের মোহে স্বীকৃতি চাওয়া
সব ভেঙে যাবে। গেছেও।থাকল না।
টিকলো না। যেন মৃত্যুশোকে খসে পড়ল
আমার অশান্ত যৌবন
ঋদ্ধ হোলো না অস্তবেলায়
ভালোবাসার প্রদীপ খানা।

লোভ হয়। তবুও লোভ—-
বাজুক না বাজুক মিলনের সানাই
অন্ধকার মনে জ্বলুক অফুরন্ত প্রেমের
কেরোসিন শিখা
রূপের মোহে নয়, ঋণে
ওড়নাখানা ঝুলুক বাড়ির বারান্দায়
মেঘ- ছেঁড়া রোদে।
জন্ম নিক শ্যামল সবুজ
অনন্ত প্রেম
সমাজের নির্দয় পতাকা তলে—–

Exit mobile version