কলম
-পিকন দে
কলমেরা চলছে বলেই ভাষার এত তীব্রতা,
কলমেরাই মুছে দিয়েছে সভ্যতার মূর্খতা।।
কলম লিখেই চলত পূর্বে যত প্রেম আলাপ-
সেই কলমেই কবিতায় দুঃখ প্রকাশের সংলাপ!!
বিদ্রোহীরা এগিয়ে সুর দিয়ে মিছিলের দলে”
কলমেরা বড্ড সচেতন বলে,কবিতায় চলে।।
কবিতার মাধ্যমে কবি বুনে চলে কত শত দুঃখ(!)
শুধু কলমেরাই থেকে যায় নিত্যদিনের সাক্ষ্য।।
এই কলমের কালিতে আছে গো অনেক শক্তি,
দোষী কে বিচারক দেয় শাস্তি,নির্দোষ পাই মুক্তি।।
কলম দিয়ে কোমল শিশু বর্ণমালা লেখে,
প্রাপ্ত হলে সেই কলমেই আয় করতে শেখে।।
কলমের লেখনীতে ঝরে পরে নিরাবতার বৃষ্টি,
এ কলম চলবে,এভাবেই নবপ্রজন্মের হবে সৃষ্টি।।
কলমে লিখেই কবিতা,তৈরি শত শত নতুন কবি-
এই কলমের জোরেই নোবেল প্রাপ্ত বিশ্বকবি রবি।।