কবিতা -ডুমুর, বৃষ্টি ,ভালোবাসা

ডুমুর, বৃষ্টি ,ভালোবাসা
-অমিতাভ সরকার

 

বরাত এলো কবিতা লেখার,
বিষয়, তোমায় ভালোবাসি।
খুঁজতে গিয়ে বিষয়গুলো,
নিজের মাঝে নিজেই ভাসি।

পদ্ম দীঘির পদ্ম হাসে বৃষ্টি নিয়ে বুকে,
বাঁশ ঝাড়েতে টিয়া গুলো লুকোচুরি খেলে। এইগুলো মোর ভালোবাসা জেনে রাখো মনে,
বেলীর গন্ধ হাসনুহানায় মন যে আমার দোলে।

নদীর চরে পটল দেখ ,লালিম গুলো চিকচিকে,
আকাশে ওড়ে চখাচোখি ফুটি ফাটা দুপুরে।
নদীর জল স্বচ্ছ দেখো, মাছ গুলো সব চকচকে,
এটাই আমার ভালোবাসা ডুব দিতে যায় পুকুরে।

লাল টুকটুকে ডুমুর, ভাসছে কেমন পুকুরে,
দোয়েল পাখি ডাক দেয় ডালে বসে দুপুরে। ফরিংগুলো দেখো কেমন করছে শুধু লুটোপুটি,
এই ভালোবাসা পোষণ করি বুকের মাঝেখোটরে।

ইলশেগুরির নাচন দেখি চিলেকোঠায় বসে,
দুহাত তুলে নাচলে তুমি ভিজলে বৃষ্টি জলে।
এটাই তোমার স্বচ্ছ মন এটাই ভালোবাসা,
এই মনেতে ভাসব মোরা দুটি হাত তুলে।

Loading

Leave A Comment