Site icon আলাপী মন

প্রান্ত বেলায়

প্রান্ত বেলায়
-সুজিত চ্যাটার্জী

 

জানালা টা হাট করে খুলে দাও
ওপারে হু হু হাওয়ার দুরন্ত মিছিল,
বুক ভরে প্রাণ নিতে দাও
আবার বারবার, এ মিনতি এ আবদার।
এইতো অবসর, আজন্মের আকন্ঠ চাওয়া ;
জানালা টা হাট করে খুলে দাও
ওপারে সবুজ সবুজের প্রানবন্ত দোলা,
চোখ ভরে প্রাণ দেখতে দাও
আবার বারবার, এ আকুতি এ আবদার।

কিই বা এসে যায় জীবনের প্রান্তবেলায়
সূর্য পূবে নাকি পশ্চিমে, আকাশে আবীর।
এইতো সময়, সময়ের পড়ন্ত সময়;
জানালাটা হাট করে খুলে দাও
ওপারে কামরাঙা আলোর নিস্প্রভ খেলা,
প্রাণভরে রং দেখতে দাও
একবার শেষবার, শেষ দেখা, শেষ আবদার
জানালাটা হাট করে খুলে দাও।।

Exit mobile version