কবিতা

প্রায়শ্চিত্ত

প্রায়শ্চিত্ত
– শংকর হালদার

 

যুক্তি তক্কের ঊর্ধ্বে থাকে ওরা
বিকিয়ে দিয়ে মনুষ্যত্ববোধ…
হেলো গোরুর বল দেখায় বর্ণের হাতধরে
স্রষ্টার আঘাত হেনে ।

ন্যায়ের সামাজিকতাবোধ আজ ডুমুর ফুল
কুসুম তার সুবাস হারিয়ে ফেলে অকুতোভয় দেখিয়ে,
স্নিগ্ধ, মোহিত আলোর ফাঁকে কালশিটে আচরণ…
মানুষ তো নয় হারেম, গোলাম, নির্বোধ…
ওদের হাজার জনম, হাজার মরণ
ভেবেও ভাবেনা, জেগেও জাগেনা ।

শিক্ষা দীক্ষার ঘৃণ্য আঁতুড়ঘরের গন্ধ এখনও
লেপে আছে গায়,
শিক্ষার যন্ত্রণা ছড়িয়ে পড়ে সমাজের আপাদমস্তক,
কলুষিত হতে থাকে বিদ্যার অঞ্জলি।

সভ্য সমাজ বুকে অসভ্য তাণ্ডব
পদদলিত হতে থাকে শিক্ষা ও শিক্ষার শিক্ষক,
এটা কোন সমাজ, যেখানে বর্ণের মৃত্যুর
ফরমান জারি…
সেখানে বিগ্রহের খণ্ডাংশ ধূলোয় গড়াগড়ি যায়।

বৈরাগী আইনের ছোবলে হোক
মুখোশ ধারীর প্রায়শ্চিত্ত।

Loading

Leave A Comment

You cannot copy content of this page