কবিতা

কবিতা- কুসংস্কার

কুসংস্কার
-তোফায়েল আহমেদ


বিপন্ন মানবতা,মানুষ অমানুষ,কুজন,
রক্তের সাথে বেঈমানী,
ছলচাতুরী ও প্রহসন মিথ্যা রটনা, যুদ্ধ
দুষিত কথন শয়তানী।

কথা ভঙ্গ, লোভের জয়,হিংসা, রঙ্গে
সমাজ সয়লাভ,
স্বার্থপরতা প্রকাশ্যে,মোহ ময়লা রক্ত
দ্বন্ধের উদ্ভাব।

কুসংস্কারে গ্রাস,মন মালিন্য ক্ষোভ
অসুস্থ রুক্ষ্ম ব্যবহার,
আঁধারে নিমজ্জিত,লজ্জা শরম এখন
উধাও, কয়লা আহার।

পরনিন্দা চোগলখোরি মন্দ বদনাম
অহেতুক ছায়া সংলাপ,
ভয় ক্ষয় ভীতি ইজ্জত হানী অসন্মান
পাগল মাতালের প্রলাপ।

নেশা, অহংকার,জোর, প্রভাব বাক্য
নেতিবাচক কথা,
দূর্বলে শুধু সবলের অত্যাচার অহরহ
চোর বাটপার সখা।

তিক্ত অন্ধকার ও নোংড়ায় আচ্ছন্ন
সমাজ, জরুরি দরকার সংস্কার,
কোথায় গেলো কলমী প্রতিবাদ,শঙ্কা
ভয় ছেড়ে তাড়াও সব কুসংস্কার।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>