তোমাকে চাই
-সীমা চক্রবর্তী
নিশিদিন আমি তোমাকে চাই
আমার অন্তরের বাগিচায়
রঙের মেলায় তোমাকে চাই,
চাই সুনীল আকাশের গায়ে।
তোমাকে চাই নির্জন গিরিপথে,
গগন চুম্বি পর্বত মালায়
তোমাকে চাই বনে – বনান্তরে
সবুজ রঙা সাগর – বালুকায়।
তোমাকে চাই পূর্ণিমা লগ্নে
রজত – কান্তি চাঁদের আশেপাশে
তোমাকে চাই রাত্রি দিনের সন্ধিক্ষণে
মাতাল করা পূর্বাকাশে।
তোমাকে চাই মুঝে যাওয়া পথে
শ্যামল সবুজ দূর্বাঘাসে
তোমাকে চাই প্রেমে – অপ্রেমে
অঙ্গীকারের গভীর আশ্বাসে।
তোমাকে চাই মহা সাগরের
ঢেউয়ের সাথে উল্টো টানে
স্বরলিপি হীন সুরের সাথে
তোমাকেই চাই নষ্ট গানে।
তোমাকে চাই পশ্চিমাকাশে
শেষ বেলাকার অস্তরাগে
জীবনে মরণে তোমাকেই চাই
সুখে – দূঃখে, রাগে – অনুরাগে।
তোমাকে চাই অলিতে গলিতে
শয়নে স্বপনে, প্রথম জাগরণে
তোমাকে চাই আমার কন্ঠে
ছন্দ – সুরের নিবিড় আলাপনে।
তোমাকে চাই আমার সত্ত্বায়
একান্তই নিজের করে
চেয়েছি গত জন্মেও….
আগামীতেও চাই, জন্ম-জন্মান্তরে।