Site icon আলাপী মন

কবিতা- আমার একলা প্রহর

আমার একলা প্রহর
– সোমা বৈদ্য

বিষন্নতায় ঘেরা আমার একলা ঘরের কোণ।
অপলক আঁখিতে চেয়ে থাকি দূর সীমানায়,
নিশ্চুপ নিঃস্তব্ধতায় জড়ানো আমার নীরব প্রকৃতি।
লাল রক্তাভায় ছেয়ে যাচ্ছে উত্তপ্ত সূর্য কিরণ,
যেন মনে হচ্ছে প্রতি পলকে হৃদয়ের রক্তক্ষরণ।
যেন সময়ের কাঁটায় দাঁড়িয়ে বিদায়ের অপেক্ষায়,
পাখিরাও সাঁঝ বেলায় ফিরছে তাদের
ছোট নীড়ে কিচিরমিচির ডাকে।
টলমল চোখের জল একাকী জানালার পাশে দাঁড়িয়ে হতাশা,
দখিণা বাতাস সেথায় রঙহীন শব্দহীন
এলোমেলো ছন্দের বাঁধন ছাড়া।
এলোমেলো শব্দের বাঁধন,
কখন বা আগোছালো অক্ষর সাজায়
মনখাতার অনুচ্চারিত কোণায়।

Exit mobile version