Site icon আলাপী মন

কবিতা -একই বৃন্তে দুটি কুসুম

একই বৃন্তে দুটি কুসুম
-পলি ঘোষ

নীল আকাশে দেখো আজ চাঁদ উঠেছে
ঝলমলে চাঁদের আলো আজ বলছে
আজ আমি ঈদের আনন্দ বার্তা নিয়ে এসেছি
আনন্দেতে নাচব ;গাইব মোরা তাই ;
সবার ঘরে আসবে ফিরে খুশিরই জোয়ার
নতুন ভোরে সকলে মিলে নতুন পোষাক পরবো মোরা তাই
ধনী গরীব থাকবে না তায়
দেখবে সবাই এক মানুষের পাল
ভোরে উঠে যাবে সবাই ঈদ গাইতে
ঐক্যবোধের মিলন হবে ঐ ঈদেরই মাঠে
ঈদ বিনিময় করবে সবই সকল রাস্তাঘাটে।
পথ শিশুদের দুঃখ দূর করবে সবাই আপন হয়ে
হিংসা বিবাদের ভুলে গিয়ে ঈদের জয়গান করবে সকলে
ধনী গরীব পথের সকল মানুষ বিভোর হবে ঈদ আনন্দে
পণ করবে তাই করো প্রতি অবহেলা আর তো নয় ভাই।
গলা মিলিয়ে গাইবো তাই একই বৃন্তে দু’টি কুসুম
হিন্দু মুসুলমান।

Exit mobile version