কবিতা

কবিতা- নোনা স্রোত

নোনা স্রোত
– রাণা চ্যাটার্জী

 

এমন করেই বুক ভেসে যায় সাগর নোনা জলে
একাকী মনে হাঁটছি ভাবছি আপন ছন্দ তালে।

থেকেও তুমি আজ বহুদূর,পাই না স্পর্শ,ছুঁতে,
কোন অছিলায় স্মৃতি কেবল,শরীর পঞ্চভূতে।

চোখ ছল ছল,এ নোনা জল,সমুদ্রে আছড়ে ঢেউ,
এ দুখ আমার, লক্ষণ কৈ থামার, বুঝবে কি কেউ!

বেশ তো ছিল, কি যে হলো, তা বলে এভাবে ফেলে
বাঁচার রসদ হারিয়ে আমি, একা বাচঁছি অবহেলে।

কি করে ভুলি, সে সব কথা,পরাজয়ের যতো গ্লানি
শুকতারা খসলো হঠাৎ, ছিলে জুড়ে অনেক খানি।

পর হয়ে যায় ভীষণ আপন, আপন তো ঠেলে দূরে
এই সেদিন ও গা ঘেঁষে পাশে, আজ একা ভবঘুরে।

সঙ্গী যখন সব মায়া ছেড়ে, চলে গিয়েছে একা করে
বিমর্ষতায় ভাবছি, নাড়ছি স্মৃতি, এ কষ্ট হৃদয় ফুঁড়ে।

সেদিন দু’জনে কত কথা, বাড়ি ফিরে শুনি তুমি নেই
এক লহমায় তাসের ঘর, যেন গুঁড়িয়ে নিমেষেই।

ভিড় করে যেন আসছে স্মৃতিরা, ভগ্নাংশ অনুপাতে,
আটকাতে পারলাম কৈ, জানি সব কিছু নয় হাতে।

যেখানেই থাকো, সুখে থাকো, জীবনের মায়া ছেড়ে
অদৃষ্ট আমার সাথ দেয়নি, নিলো তোমাকেই কেড়ে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page