আমরা হিংস্র
-অমল দাস
আমরাই হিংস্র…
হিংস্রের খাতা খুলেছি আদি থেকেই
আমরা বাঁচার তাগিদে কাঁচা মাংস খেয়েছি
রক্তে তৃষ্ণার জল পেয়েছি!
আমরা দল গড়েছি!
গোষ্ঠী গড়েছি, সমাজ গড়েছি…
আমরা অন্য সমাজ গিলেও নিয়েছি!
আদি থেকেই আমরা রক্তের স্বাদ পেয়েছি,
আমরা ছড়িয়ে পড়েছি এ ভুবনের নানান প্রান্তে।
রক্তে চাবুক ভিজিয়ে, গিলোটিনে মুণ্ডু কেটে উল্লাসে মেতেছি
সমস্ত রস চুষে নিয়ে মৃত্যুর লাশ ফেলেছি…
আমরা গায়ের জোরে দেশ গড়েছি সীমা টেনেছি
শিরায় শিরায় ভাগ করেছি!
আমরা শাসন নামে রক্তশোষণ পুঁতে দিয়েছি
পীড়িতকে পীড়া দিয়েই সুখ পেয়েছি!
আমরা আদি থেকেই লোলুপ ঠোঁটে লোহিত কণার স্বাদ লভেছি
আমরা আদি থেকেই একই পথে
আপন হাতে আপনকেই কবর খুঁড়ে ঢেকে দিয়েছি
আমরা হিংস্র…।
আমরাই বেশি রক্ত-মাংসের স্বাদ পেয়েছি।