কবিতা- তবে কি আবারও!

তবে কি আবারও!
– সত্য দেব পতি

 

হয়তো আবার ফিরতে চাওয়ার বাসনা জাগ্রত মনের সোপানে,
নয়তো নিছক উদ্দিপনামনের সঙ্গোপনে –
নদীর জল হয়তো আবার নতুন করে শ্রাবণ ডাকছে অন্তরে!
ভালোবাসার নীল পাখিটার কাঁপন ধরলো পিঞ্জরে…
ভালবাসার মৃত্যু হবে গুম ঘরে কোনো চিলে কোঠায়;
প্রবীণ এসেছে দুয়ারে আবার ও কোনো অছিলায়।

স্নিগ্ধতা যেন জৈষ্ঠ দহনে আধপোড়া,
স্মৃতির পরতে প্রেম রবে বাঁধা আলমোড়া-
সেদিন আকাশে চাঁদ ছড়াবে না জোছনা তার…
শুধু দেখা যাবে অস্তরাগের সমাহার।

বুকভাঙা ঢেউ সারি তুলে যাবে অনাবিল,
তোমার আকাশে মেকি হাসি হবে চান্দ্রিল;
দুর আকাশে নীহারিকা হবে ঠিকানা-
মেঘের আড়ালে দেখো রবে কতো জালবোনা।

Loading

Leave A Comment