প্রতিবাদের দীক্ষা
– পারমিতা ভট্টাচার্য
বাঙালীকে তুমি শেখালে ভাষা
সরালে কুসংস্কারের কালো,
নোংরা রাজনীতির শিকার তুমিও
নিভে যায় শ্রদ্ধার যত আলো।
কে বা কারা দোষী জানা নেই
তবু ধিক্কার জানায় মন,
এ শুধু তোমার নয় মহামানব
এ সারা বাঙালীর অপমান।
এসো না আজকে আমরা সবাই
প্রতিবাদের ঝড় তুলি,
ক্ষমতা দখলের লড়াই এ আজ
শিক্ষা হচ্ছে বলি।
সমাজের অধঃপতনে আজ
আমাদের মেরুদন্ড গিয়েছে বেঁকে,
গর্জে উঠো বাঙালী এবার
দলমত ব্যতিরেকে।
অশিক্ষিতের নোংরা কার্যে
ভূলুণ্ঠিত হয় শিক্ষা,
বাঙালী আজ জাগ্রত হও
নাও প্রতিবাদের দীক্ষা।
গর্জে উঠার সময় এসেছে
মসি কে করো অসী,
আবার বলব আমি বাঙালী
বাংলাকে ভীষণ ভালোবাসি।।