অণু গল্প- আমি কবি

আমি কবি
– অঞ্জনা গোড়িয়া

“আমি রবি
হবু কবি
আঁকি ছবি
নই লোভী।”

বালক মনে কবি হবার স্বপ্ন।বারবার পড়ছে আর মুচছে ।কিছুতেই মিল পাচ্ছে না। তবু কবি তাকে হতেই হবে রবি ঠাকুরের মত। বালক কাগজের পাতায় লিখছে আর ছিঁড়ছে। ঘরময় কাগজ। কি যে হচ্ছে? মিল পাচ্ছে না খোঁজে। তবু কবি সে হবেই। খাতাটা নিয়ে একবার বাবার কাছে এল, বাবা ,বাবা, দেখো না ঠিক হয়েছে কি? মিলটা একটু খু্ঁজে দাও না?
বাবা ফাইল দেখতে দেখতে বলল, উঃ কাজের সময় বিরক্ত করো না তো। মায়ের কাছে যাও।
বালক গেল মায়ের কাছে, মা একবার দেখে বলো না, মিলটা হয়েছে কি?
মা মুখটা আড়াল করে বলল, আরে বাবা, দেখছ না আমি ফেসিয়াল করছি। চোখে শশার খোসা। দেখব কি করে ?
দিদির কাছে গেল, বিরক্ত দিদি বলল, তুই হবি কবি?সত্যি পাগল একটা। আমি এখন গান শুনছি ইউ টিউবে পরে আসিস।
পাড়ার এক বন্ধু এল, “এই খেলতে যাবি মাঠে? চলে আয় এখুনি।”
বালক মনটা ভার করে বসে আছে ।
কাছে আসতেই বলল, কি হয়েছে তোর ?
সব শুনে হেসে বলল , আরে বাবা তুই কবি হতে চাস্?আগে বলবি তো আমায়?
আরে বাবা নেটে ছেড়ে দে কবিতা। দু’দিনেই তুই কবি হয়ে যাবি। কত লাইক পাবি। কমেন্ট পাবি।
আমার স্মার্ট ফোনটা তোকে দিলাম। এবার থেকে নেটেই “কবি “হবি ।

Loading

Leave A Comment