কবিতা

কবিতা- পদাতিক

পদাতিক
-রীণা চ্যাটার্জী

নীরব মিছিল হোক সবার মনের ভেতর
শব্দরা নিজে খুঁজে নিক পথ অভয়ারণ্য’র
সাধনা থাকবে, সাধে ভরা সেই সমাজের
যে সমাজ ভয়ে কণ্ঠরোধ করে না কলমের।
নীরব সেই শব্দ-মিছিলে হয়ে যাব সাথী
তুলে নেব বিবেক পুঁথির, যুক্তির সব নথি,
থাকবে না বাদ- বিবাদের অস্থির হুঙ্কার
বিবেচনা ভরা প্রগতির হাত রাখবে অঙ্গীকার।
সিংহাসনের লোভ মোহজাল ছিঁড়ে দেব নোখরে
বন্য মায়ার সকল শিকড় সমূলে আনবো উপড়ে।
জানি বন্ধুর পথ, তবুও বাঁধবো সত্যের শৃঙ্খলে
ন্যায়-নীতির দায় রাখবো- বিন্দু রক্তের বদলে।
অপরের নয়, নিজের রক্তে লিখে যাব ইতিহাস
লজ্জিত হবে কালের নিয়মে, আজ যারা ক্রীতদাস!
সাথী হবে বন্ধু? মিছিল যদি ডাক দেয় তোমাকেও
তোমার নীতির শুভবোধটুকু সবারে বিলিয়ে দিও।
‘আমার-তোমার’ যাক মুছে না হয় আজ সকল বাঁধন,
সবাই মিলে গড়ে নেবো শুদ্ধ- স্বাধীনতার তপোবন।
ভারী নীতি কথা দূরে সরে যাক, ফাঁকা থাক উষ্ণীষ
মানবতার সাজে সাধের সমাজ জানাবে সবারে কুর্ণিশ।
মিলন- আশার জয়গানে জয়ী, মাথা নত করে বিপদের
আজ হবো পদাতিক, সুরে বেঁধে নিয়ে নতুন শপথের।

Loading

2 Comments

Leave A Comment

You cannot copy content of this page