Site icon আলাপী মন

কবিতা- আবার আসিব ফিরে

আবার আসিব ফিরে
– সুজাতা দাস

এখনও শূণ্য দিয়েই শুরু আর শূন্যতেই সব শেষ-
জীবনের অধরা শব্দবিন্যাস আজও স্বপ্নে অধরা-
প্রতি নিয়ত পেতে চায় অসময়ের কূটকচালিকে-
ভেঙেপড়া মনটা ছুঁতে চায় পাহাড়ের পর পাহাড়কে-
হয়তো খুঁজে ফেরা জীবনের কোনও পরিতৃপ্তিকে-
কখনও বৃষ্টির ফোঁটা চোখের জলে মিশে যায়-
কেউ মোছানোর আশ্বাস দিয়েও ফিরে চলে যায়-
কখনও অনেক মিথ্যে গল্প গুলোও মনেহয় সত্যি-
একটা সময় নিজেকেই মনেহয় গল্পের নায়িকা-
পথ খুঁজে ফেরা আজও শুধুই পথের সন্ধানে-
মুক্ত আকাশ খুঁজে ফেরা দিগন্ত থেকে দিগন্তে-
তুই চেয়েছিলি না বলা কথাগুলো আবার বলতে-
আমি চাইনি শুনতে আর মিথ্যে দিয়ে তৈরী রচনা-
হয়তো এটুকুই ছিল দু’জনের একসাথে চলা-
না বলা কথাগুলো আবার হয়তো ভাষা পাবে-
কোনও ছাড়পত্র ছাড়াই বলবে কথার ব্যাখ্যান-
আর চাইনা কোনও সত্যের অপলাপ আনমনেও-
ফিরে চলাই যদি নতুন আগমনী হয় তবে বলবো-
ফিরে চলো এভাবেই আগামীতে আরো সুন্দর রূপে-
আসিব আবার ফিরে ধানসিঁড়িটির তীরে তুই’আমি-
কোনও অন্যরূপে অন্যভাবে নতুন শব্দের ভাষা হয়ে-
যা হয়তো-আমাকে চেনাতে সাহায্য করবে তোকে।।

Exit mobile version